শরীরই জেনেছো শুধু?
শরীরের ভিতরে সূক্ষ্ম শরীর কখনো দেখোনি?
রমণেই আনন্দ শুধু?
কখনো ঘুম ভেঙ্গে জেগে উঠে
সূক্ষ্ম দেহে আত্মার রমণ অনুভব করোনি?
বস্থুবিশ্ব, এই স্থূল শরীর কী দিয়েছে বলো?
কতটুকু আনন্দ পেয়েছো কৃমিঘন এই স্থূল শরীর ভেঙ্গে ভেঙ্গে? মণিপদ্মের শক্তি শরীরের বিভিন্ন অংশে ছড়াতে পেরেছো?
এই তিব্বতি মন্ত্র জপ করো
খুঁজে পাবে নিজেকেই মনে অন্যমনে
জেগে ওঠার এরচেয়ে সহজ পথ
কী আছে আর?