বুকে যেন বিদ্ধ না হয় তোমার শোকের বাণ
রক্ষা যেন পায় তোমার সন্তান।
ওগো শোকার্ত রাত, তোমার শোক দেখতে
আমি যাবো না কখনো
আমি কী শোক পাইনি, দেখিনি শোকের বজ্রমুষ্ঠি কিভাবে আঘাত করে মাথার উপরে?
তোমার শোকাগ্নি নিভে গেলে
ধীর পায়ে সেখানে যাবো
ওগো রাত, বলো তুমি, " তবে তাই হোক
মুছে যাক শোক
শোকের সাগরে যেন না ভাসে কোন লোক।"