ছোট্ট চারাগাছটিতে জল ঢেলে কিছুক্ষণ দেখলে
পৃথিবীকে মনে হয় নোলক পরা মেয়েটির মতো ।
মনে হয় কতদিন দেখিনি তাকে
কতদিন রাখিনি তার দুটি হাতে হাত
কাছে আছে তবু সে অজানা অচেনা ।
মা তাকে সাজিয়ে দিয়েছে
অবিন্যস্ত চুলে তার ভাঙ্গা ভাঙ্গা চাঁদ
অভিমানী তারাগুলি কাজলের টিপ ।
পৃথিবীকে দেখেছি এতদিন
কাঁপা কাঁপা কামনার নিষ্ঠুর অক্ষরে
নোলক পরা মেয়েটির মতো
দেখতে শিখিনি ।
মেয়েটি হারিয়ে যায় মদালসা নারীটির দেহে
চারাগাছ শুকিয়ে যায়
মানুষের  জান্তব উল্লাসে ।

************************