রাস্তার ধারেই পড়ে আছে একটা লাশ
রোজই শুনছি শহরের তলপেট চিরে
উঠে আসছে মানুষের উন্মত্ত উল্লাস ।
দু একটি নিস্তব্ধ মানুষ আজও দেখা যায়
তারা বোমা ফাটার আওয়াজ শুনতে পায় না
রাস্তার ধারে দেখতে পায় না লাশ
শুধু জীবননদীর ঢেউগুলো গুনে নিরালায় ,
মানুষের শোক দুঃখে থাকে নির্বিকার ।
এখনো এ দেশে ধ্যানমগ্ন নিস্তব্ধ মানুষ আছে
যারা বিশ্বাস করে রাস্তার পাশে পড়ে থাকা লাশ , ধর্ষণ কিংবা বোমার আওয়াজ
এদেশের মর্মকথা নয় ।
ত্যাগ জটাবল্কল তপস্যাব্রতকে
কামানের গোলায় কে কবে পেরেছে ওড়াতে?
এরকম নিস্তব্ধ মানুষ আজও আছে জেনেও
তুই পাগলি সকাল থেকে আমার কানের কাছে
বক বক করে কেন এই দেশ চেনানোর চেষ্টা করছিস ?
কেন বলছিস
এ দেশে মানবতা নেই
এ দেশে ধার্মিক নেই ?
****************************