আমার হৃদয়ে তুমি আছো বলে
থেমে কী গিয়েছে কথা?
বৃষ্টির মতো সব কথা যেন
ধুয়ে দিল আবিলতা।

সাগরের গান হলো অম্লান
স্তব্ধ হলো  কী  ভোর ?
নীরবতা জানে  তার আহ্বানে
আয়না হয়েছে চোর।

হৃদয়ের কথা শত আকুলতা
থমকে কী গেছে মন ?
এ করুণা তারই সব তরবারি
ভুলে গেছে কবে রণ।

___________