নীরবতা জানে কার আহ্বানে
ঘুমিয়ে পড়েছে শিশু
নিশাকর কাঁদে
দিবাকর কাদে
কাঁদছে যেখানে যীশু ।

অথচ এখন সময়ের স্রোতে
ভেসে যায় নীরবতা
মানুষের গান
হয়ে গেছে ম্লান
শিশুটির বুকে ব্যথা।

মানুষ ভুলেছে যে গুহায় ঝরে
শরীরের যত স্বেদ
কলম কবির
হয়েছে স্থবির
মানুষে প্রকট ভেদ।

কে আর গাইবে অকাজের গান?
ঘুমিয়ে পড়েছে কবি
নীরবতা জানে মানুষের গানে
উল্লাস  আজ সবই।


*****************