ওরা হো হো করে হাসতে ভুলে গেছে
তবু হাসে সবার অলক্ষ্যে নীরবে ।
কুষ্ঠব্যাধিগ্রস্ত ভিখারিনী
আমার দেওয়া পয়সাগুলো নিয়ে
মুচকি হেসে হাত তুলে কি যেন বলল ।
ফুটপাতের  হাঘরে শিশুটি
এক প্যাকেট বিস্কুট হাতে পেয়ে হাসল
নীরবে , তা যে এত সুন্দর জানাও ছিল না ।
লাউ বিক্রি করছিল যে আদিবাসী রমণী
সে লাউয়ের দাম যা চেয়েছিল বেশি পাওয়ায়
নীরবে হাসল । ওর কোলের ছোট ছেলেটা
স্তন থেকে মুখ সরিয়ে আমাকে দেখে হাসল ।
এরাও হাসে নীরবে ।
এত সুখে থেকেও এদের মতো সহজে
আমি কেন হাসতে পারি না ?
আমার চোখেই কেন আগুন ?
এইসব আকাঙ্ক্ষার ভয়
একদিন খেয়ে গেছে সহজ লোকের মতো
আমার সেই সহজ হৃদয় ।


***************************