যেভাবে আলোকরশ্মি ক্ষীণ হয়ে আসে
যেভাবে ফুটন্ত ফুল অকস্মাৎ ঝরে পড়ে ঝড়ের আঘাতে
যেভাবে মৃত্যু এসে কেড়ে নেয় সব কলরব
সেভাবেই আমিও কাঁধে তুলে নিয়ে শব
অজানা পথের বাঁকে নিমেষে দাঁড়াবো ।
বলবো না এসো
নীরবতা হাচ্ছানি দেয় রোজ
কে পেয়েছে তার খোঁজ
এইখানে বৃক্ষের সমাজে ?
সবাইতো চায় সুখের মৃদু আলোড়ন
যে কোনভাবেই হোক আমি ঠিক পৌঁছে যাবো
অবিমিশ্র সুখটুকু করে অন্বেষণ
********************