নিজেকে  নিজের মতো করে কখনো দেখিনি
ভাবিনি তাকে কখনো নির্জনে।
আজ সময় পেয়ে আয়না ভেঙ্গে দিয়ে
দুজনে বসেছি মুখোমুখি
বড়বেশি চেনা মুখ সে আমার
ফেলে এসেছি কবেকার ভোরে।

এখন সময় পেয়ে বসেছি দুজনে
আমার আমিকে নিয়ে ফেনিল উচ্ছ্বাসে
হয়তো এই অসময়ে মাথার উপরে
এক পশলা বৃষ্টি নামতেও পারে।

                        *****