‘ নিজে যা পারিনি দিতে ’
তার খোঁজ করে করে
মানুষের পদধূলি নিয়ে যাবো আসন্ন সন্ধ্যায় ।
তারার কম্পন দেখে
কিংবা মরণের মানে খুঁজে পেয়ে
কে তুমি নারী রক্তপিপাসু দানবেরে
করে গেলে ক্ষমা ?
বুকে নিয়ে অমা
মানুষের মাঝখানে এনে দিতে চাও তুমি
পূর্ণিমার চাঁদ ।
নিজে তো পারিনি দিতে ত্যাগের আলোক
শুধু পদধূলি নিয়ে যাবো আসন্ন সন্ধ্যায়
তুমিই শেখাতে পারো মা আমার
মানুষের ভাঙ্গাচোরা কেন দিন যায়
উড়ন্ত ঘূর্ণির এই লাশের সমাজে ।
,******************************