আমার হৃদয় প্রেমহীন বলে
প্রেম কী ভুলেছে পথ ?
এখনও হৃদয়ে ঘষাঘষি চলে
মনে হয় দ্বৈরথ।

নিদাঘের খরা আজও কেটে যায়
মেঘ ডাকে গুরু গুরু
গভীরে গোপনে কত কথা বলে
প্রিয়ার যুগ্ম ভুরু।

চলছে চলবে প্রেম প্রেম খেলা
হৃদয়ের ঘর্ষণ
আমার মনন নিদাঘই গহন
হবে নাকো বর্ষণ।

             *******