কী পেয়েছ মা মানুষ নাচিয়ে তুমি ?
ঘৃণার সাগরে বার বার ভেসে গিয়ে
প্রতিশোধ নিয়ে খুলে দিয়ে মরুভূমি
হৃদয় পেলে কী কেবলই হিংসা দিয়ে ?
নেমেসিস মাগো নাচো কেন তুমি আর ?
মানুষের মনে আগুন আর দিয়ে বিষ
প্রতিশোধ নিয়ে তোমারই হয়েছে হার
বিষের জ্বালায় জ্বলেছো অহর্নিশ ।
এরপরে দেবী ভালোবেসে দাও আলো
প্রতিশোধ ছেড়ে মুছে দাও যত কালো ।
*************************