আমাদের মৃত্যুর জন্য আমরা নিজেরাই দায়ী ।
মরে যাই প্রতিদিন প্রতি পলে
তবুও চাঁদের আলো হৃদয়ে পড়ে না ।
কখন যে রাত হয় ভোরের পাখিরা ডাকে
সে সব কিছুই জানি না ।
অন্ধকারে ডুবে থাকি দুর্মর আবেগে
ধীর পায়ে মৃত্যু আসে নেমে
আমাদের সব তৃষা গ্রাস করে
তারপরে সেও যায় থেমে ।
এখানে যখন ছায়া তখনও ঘামে কেন
জীবনের মায়া ?
অজান্তে ছুটে যাই মরুময় পথে
আগে পিছে ধূসর আলেয়া ।
মরে যাওয়া  বেঁচে থাকা নিজেদেরই হাতে
পৃথিবীর বুকে প্রতি পলে কেন তবু আয়ু শেষ হয় ?
চিরকাল আমাদের সে এক অজানা বিস্ময় ।

**********************************