বহুদিন পরে তোমার কাছে এলাম সুমনা
লজ্জা পেও না ।
আজ আর দেখতে আসিনি তোমাকে
দেখতে এসেছি কতটা পুড়িয়েছ নিজেকে ।
মেয়েদের জন্ম হয় যুগ যুগান্তর ধরে
নিজেকে পোড়াবে বলে ।
কলকাতার রাস্তা ঘাট দিন রাত জ্বলছে যেমন
তেমনি পৃথিবীর সব কোমল অর্ধস্ফুট পদ্মের
মতো যোনি একদিন জ্বলে যায় ,নিভে যায় ।
আমিও যে জ্বলে গেছি কতবার
হেমন্তের কুয়াশায় শীতে
সহজেই বুঝে নিতে পারি
কিভাবে মেয়েরা পোড়ায় নিজেকে ।
তবে এসো দেখি খুলে দাও বুক
দুর্গন্ধ মেঘের আড়ালে খুঁজে নেবো আমি
মেয়েদের আজীবন পোড়ানোর সুখ ।



**************************