হাত পা কেটে রেখে খাদে
আমি কী দেবতা হবো নাকি ?
তেমন সত্যনিষ্ঠা চাই না আমার ।
যে মিথ্যায় সত্যের কিরণ এসে পড়ে
প্রোথিত রয়েছে আঁধারে আলোকের দ্যুতি
তেমন মিথ্যাকে আমি বুক পেতে নিয়ে
আঁধারে ডুবে যেতে পারি ।
আমার আমিত্ব ভুলে গিয়ে মিথ্যার কালো
অন্ধকারে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে
দেখে যাবো কী অপার পিপাসা সেখানে
ত্যাগ আর সত্যকে ছোঁয়ার
সেরকম হাজার মিথ্যার জন্যে
জন্ম হবে এখানে আমার ।
সর্বাঙ্গ ডুবে যাবে যে মিথ্যার আঁধারে
সেখানে থেকেই আমি যুধিষ্ঠিরের মতো
নরক দর্শন করতে রাজি ।
********************