যত অন্ধকার মনের ভিতরে
যত অন্ধকার মুঠোর ভিতরে
নগ্নতায় নেই অন্ধকার
কে আর নগ্ন হতে জানে ?
কত মৃত্যু পেরিয়ে এসেও
আলোর পিপাসা জাগে কার ?
আমার মেয়েটি শুধু নগ্ন হয়ে নাচে
আমি বলি নাচো আমার কন্যা ।
পেয়েছে মানুষ যদিও যন্ত্রণার শত অভিঘাত
তবুও তো জাগে না হৃদয়ের অগ্ন্যুত্পাত
শিরায় শিরায় অকস্মাৎ
রাতই প্রোথিত হয়ে আছে মনের গভীরে
কেউ আর নগ্ন হতে পারে না এখন ।
***********************