মা কী এসে ডাকে কানে কানে ?
মৃদু ছায়ার মতো পা ফেলে পা ফেলে
পেলব শরীর নিয়ে বিষণ্ণ ফাগুনে ?
আমারতো সুরভি নেই
অনিমেষের মতো মাধুরী নেই
কে রাখবে ধরে আর?
নদী হয়ে বয়ে যাই
ভোরের আদুরে ঘুমটুকুর মতো ।
মায়ের ডাক শুনি কানে কানে
বৈশাখের দাবদাহে ফুলের বাগানে ।
বলে যেন কী পেয়েছিস তুই
এইরূপ গৃহস্থালি বৃক্ষের সমাজে ?
আয় , হাত ধর নদী হয়ে বয়ে যাই ।
একটা কথা রেখে দিবি বল ?
মদ ছেড়ে দে বাবা
তোর জন্যে দুধ রাখা আছে কাঁচের গেলাসে ।
***************************