নিজের জন্মদিন সকলে জেনেছে
আমি একা মৃত্যুদিন জেনে বসে আছি ।
আজ তাই খচ খচ করে লাইটারের মতো
একবার জ্বলেও উঠি না
আঁধারের বুকে থাকি একা ।
এত একা সেতো মরণোন্মুখ মানুষের মতো ।
আঁধার ভালো লাগে বলে
জেনে গেছি মৃত্যুদিন মৃত্যুর আঁধার ।
এখন ভাবায়না আর আলোকের পেলব যৌনতা
এখন ভাবায়না সূর্যরশ্মি শান্ত ফুলবনে ।
আমাকে ভাবায় সদা আঁধারের রূপ
যদিও জন্মেছি বাসন্তী পূর্ণিমায়
আঁধারের বুকে মিশে থাকি বলে
আমার  মৃত্যুদিন শুয়ে আছে  শীতের আঁধারে  ।

***************************