মরেনি কেউ  , মুখ থুবড়ে পড়ে থাকে
কিছু অবাধ্য আর অশান্ত কামনা
আমরা সেগুলিকে মৃতদেহ বলি ।
সেসকল বাসনার ভিতর থেকে এক একটি
জীবন উঁকি মারে আকাশের অদ্ভুত মিনারে
ছিঁড়ে পড়ে আমাদের বাল্যকাল
সেতো শুধু রঙিন বর্ণের কিছু ধুলো ।
আমি সেগুলি সযত্নে রেখে দিয়েছি
মায়ের কোমল জঠরে
এইসব বাসনাই ধীরে  ধীরে বড় হয়
ধুলোতেই মেশে ।
মরনি কেউ , সবই বিবর্ণ বাসনা ছাড়া কিছু নয়
যে যায় তাকে তো যেতে দিতে হয় ।
এত কষ্ট তবুও আকাশের বুক চিরে
মৃতদেহ হবে বলে ফুলের রেণুর মতো
দু একটি তারা খসে পড়ে ।

***************************