আজকাল সকলে আমার ফোন ধরে
কেউ কথা বলে কেউ কেটে দেয়
বলে , “ ফোন রাখুন ফোন রাখুন । ”
মৃত টেলিফোনের কান্না ঘরময় ছড়িয়ে পড়ে ।
সকলে ব্যস্ত যখন রাতের উদাসী মৈথুনে
আমার পাশেই তখন পর্বত রমণী ।
বড় বেশি নির্জনতায় ডুবে থাকে বুক
জীবনের কোন এক অশান্ত অসুখ
সারাক্ষণ অঙ্গে লেগে থাকে ।
মৃত টেলিফোন থেকে শত শত ঢেউ
মনের বেলাভূমিতে আছড়ে পড়ে ।
তারা বলে , “ তুই যে নির্জনতায়
নতুন পথের দিশারী ,
তোর কী অভিমান সাজে ?
তোর কী কথা না বললে চলে ?”
***************************