বেঁচে আছি তমিস্রার বুকে সারা দেহে ব্যথা নিয়ে আজও
আমাকে বধির করে চলে গেছে সেদিনের শাণিত সকাল ।
মৃত মাছের চোখে বেঁচে আছি
দেখে যাবো বলে নদীটির হাঁটা নদীর উপর দিয়ে নদীর কিনারে ।
কিন্তু এ বিষাক্ত সময়ে লাশের গন্ধে বার বার
ভেঙ্গে যায় সুন্দরের ধ্যান
আমাকে বিবিক্ত করে অন্ধকার হয়েছে অম্লান ।
তবু আজও বেঁচে আছি ক্ষীণ আশা নিয়ে
মৃত মাছের চোখ যেমন স্থির থাকে জলে ।
সেই জল অবিকল আলোকেও অনেক আলোক
আমাকে জাগিয়ে তোলে ফুলের সুবাসে
মুছে দেয় ক্লান্তি আর শোক ।

***********************