মনকে নিয়ে বেশি ঘষামাজা করলে
আর একটা মন খুলে  যায় ।
মনের ভিতরে মন চুপ করে রয়েছে একাকী
আমার মা পেয়েছিল যে মনের পথ
কিছুটা গিয়েও আর যেতে সে পারেনি ।
জানি আমি সকলেই জানে
তবু কে পেয়েছে নাগাল ?
দানবের হুঙ্কার কানে আসে দেখেছি সর্পিণী ভয়াল ।
কখনো অমোঘ মৃত্যু আচম্বিতে দেখায় সেই মন
মানুষ জেনেছে তবু দানবের হুঙ্কার শুধুই এখন ।
মা আমার জেনেছে কি
কোথায় অশ্রুর প্রতিটি কণা পেয়েছে জীবন ?
মনে মনে নামে রাত
দেহে দেহে অকস্মাৎ
আঁধারের মুষ্টিবদ্ধ প্রহার এখন ।
জানি কিন্তু প্রহারের অস্পষ্ট বিভায়
খেলা শুধু ভেঙ্গে যায়
ভাঙ্গে নষ্টনীড়
যে মন এসেছি ফেলে ফিরে পেতে আজও মন চায়
গোধূলির ধূসর রঙে কিভাবে রাঙ্গাবো তাকে হায় !

*********************************