মহাপাপ করেছি সেদিন
যৌবনের ঝড়ের আঘাতে
করেছি মায়ের অপমান
আজ এই গোধূলি বেলায়
আমাকে কাঁদায় বারে বারে
সেই গ্লানি আজও বেপমান ।
আমি নই রত্নাকর দস্যু
পাপের বোঝা নিয়েও
সাধনায় হয়ে যাবো বাল্মীকি
শূন্যতায় দেখি শুধু
মহাপাপের লেলিহান শিখা
কীটদষ্ট হয়েছি একাকী ।
তবু জানি হরিনাম পথের সম্বল
ধুয়ে যাবে সব পাপ খুঁজি সেই সাগরের জল ।

***************************