খুব বেশি ভালোবেসে কাছে ডেকে
মেয়েটিকে করেছি বাঘিনী
সেতো দাঁত নখ বিস্তার করে
প্রথমে আমাকেই খাবে
জানতাম হিংস্রতা তার প্রচ্ছন্ন স্বভাবে।
তবু আমি খুব ভালোবেসেছি তাকে
এই ভেবে যদি হতে পারে সন্ন্যাসিনী
হয়নি, ভুলতো আমার
তাকেতো আমিই করেছি বাঘিনী !
তোমরাই বলো খিদে পেলে মেয়েটি কোথায় আর যাবে?
দাঁত নখ দিয়ে ছিঁড়ে ছিড়ে সেতো আমাকেই খাবে!