মেয়েটি গিয়েছে চলে  শিশির মিশেছে নদীজলে
আমার চোখের কাছে এইতো সেদিন তুলেছিল শীতল তর্জনী
যাবার সময় শেষ ভালোবাসা দিয়ে বলে গেছে
তুমি কী আমার হবে ?
তারপরে চলে গেছে একাকী নীরবে ।
পাইনি তখন প্রেমহীন জীবনের স্বাদ
জীবনের সম্পদ অগাধ
চলে গেছে সাথে তার
ফেলে রেখে নদীজলে গভীর বিস্ময় ,
তবুও সে বহুদূরে নিয়ে গেছে আমার হৃদয় ।
এ হৃদয় ছিল মুথা-ঘাস
মেয়েটি গিয়েছে চলে নিয়ে গেছে আমার আকাশ ।

******************************