মেয়েটি দাঁড়িয়েছিল মেয়েটির মতো
আমিই তাকে বার বার ব্যথা দিয়ে করেছি আহত।
তবুও দেখেছি তার খুব কাছে কাছে লাঙল কাঁধে
মাঠে যায়  চাষা
চোখেও পড়েনি তার মাটিতেই হুমড়ি খেয়ে
পড়ে আছে বাবুইয়ের বাসা
আসলে সেই বাসা ভেঙ্গেছি আমি
মেয়েটিও জানতে পেরেছিল
তার মনে আমিই এনেছি সুনামী।

সেতো একা দাঁড়িয়েছিল নিজেরই মতো
আমিই  তাকে বার বার ইঙ্গিতে করেছি আহত।

                              ***