মেয়েটা বড় সরল
প্রেম করেই মরলো
দূরের জিনিস  যায় না ধরা বুকের মাঝে
দেহের মুঠোয় প্রেম জ্বলে না
তা কী সে জানতো ?
বিষ তো অনেক কাছেই ছিল
একটু খেলেই মরতো ।
প্রেমই  জানে বিষের খবর
মানুষ  কী আর জানতো ?
মেয়েটা বড় সরল
কেন যে প্রেম করে মরলো
হাতের কাছে বিষ তো ছিল একটু খেলেই মরতো
প্রেমের বুকে বিষের আকাশ একটু খেয়ে
মিশে গেলেই পারতো ।

***************************