মেয়ে কী জানত যতটা গভীর খাদ
তার চেয়ে কালো পুরুষের এই ক্রোধ
মেয়ে কী জানত বাতাসের চেয়ে ভারি
প্রেম রূপ তরবারি ?
আসলে মেয়েটি ছায়া ভেবে যার কাছে
একা গিয়েছিল সেখানে দেখেছে রোদ
ফেরার উপায় তখন ছিল না আর
খোলা ছিল নাতো দ্বার ।
যে আঁধার মিশে মরণের কোলে রোজ
মেয়ে জানত না আঁধারের সেই মানে
যতটুকু ছিল গান আর মিঠে সুর
প্রেম তার বহুদূর ।
আজ তার মনে বাজে না মিলন বাঁশি
কে যেন বলছে তুমি চির পরবাসী ।
********************