মায়ের প্রেমিক ছিল বুকে তার যত ছিল ক্ষত
সব মুছে গিয়েছিল মৃত্তিকার মোহময় গানে
মায়ের বেগুনি শাড়ি সেইখানে হল সমাহিত
আমিও ভেসেছি সুরে দীপ্তিমান শিশুমুখ টানে।
জানি না কী করে হলো সেই জমি মায়ের প্রেমিক
জনসভা ভেঙ্গে গেছে ঊষর ভূমিতে আছি স্থির
শস্যক্ষেত ভরে ওঠে আমি আর কাঁদছে পথিক
সেইখানে একা এলে হয়ে যাই কবি ও ফকির।
প্রেমের দুচোখ জ্বলে প্রেমিক যদিও হয় ভূমি
খুলে যায় নদীপথ আসে কেউ তট চুমি চুমি।
************