বিস্ফারিত স্তনের মতোই পাথরগুলি
উঁচু হয়ে আছে এখানে সেখানে অশান্ত দুপুরে ।
আমিতো সগর্বে তাদের পায়ে দলে
চলে যেতে পারি কিন্তু কারা পিছু ডাকে ?
মুহূর্তেই কুণ্ঠা জাগে স্তব্ধ দুপুরে
হয়তো বা কান্না বাজে ঘরণীর শান্ত নূপুরে ।
পাথর রয়েছে পড়ে পথে ও প্রবাসে
মৃত গাভীটির মতো মুখ তার বাঁকা
তবুও খেলার ছলে পা পড়ে গেলে
স্তব্ধ হয় কল্লোলিত মন
মনে পড়ে বড় বেশি মনে পড়ে যায়
আমার পথ রুদ্ধ করে মেয়েটির আনত নয়ন।

***********************