বুড়ো হয়েছি আরও হবো
কখনো লাঠি ধরবো না
লাঠিই আমাকে জড়িয়ে ধরতে এলে বলবো
আমাকে একা হাঁটতে দাও
আমাকে হাঁটতে দাও আমার ভিতরে ।
আমি সংসারে আছি আরও থাকবো
তাকে জড়িয়ে ধরবো না
সংসার আমাকে জড়িয়ে ধরতে এলে বলবো
মায়াবিনী সংসার আমার
নির্ঘুম চোখে সুখস্বপ্ন দেখানোর আগে
কিছুক্ষণ আমাকে একা থাকতে দাও
আমি যে শুনতে চাই সেই কুষ্ঠরোগীর পরিচিত স্বর ,
"উপরের বাবা একটি পয়সা । "
**************************