যখন আকাশ টানে বর্ষায় নিষিক্ত হতে হয়
যেমন সূর্যের প্রতিবিম্ব নীল শ্যামল জলে ভাসে
মাটি থেকে দূরে অসীমের ডাক শুনি
উচ্ছিষ্ট পাতার মতো উড়ে যায় সংসার সমাজ।
নৈঃশব্দ্যের বুকে মরে আমাদের করুণ বিলাপ
কার অর্ঘ্য সাজিয়ে প্রিয়া বসে আছো আজ?
পুনরায় খুলে যায় মাটির মলাট
আকাশের নীল খাম উড়ে যায় দুরন্ত হাওয়ায়
তখন দৃষ্টিপথে ভেসে ওঠে সংসার সমাজ সব
যেদিন মাটির অনন্ত ঢেউ আছড়ে পড়ে বুকে
তখন হাসি কান্না শুনতে পাই আকাশ নীরব ।
******************************