আমার যখন  স্তব্ধ প্রাণের স্বর
তোমার তখন প্রণয় প্রণয় শ্বাস
দেহ মন প্রাণ বেদনায় জর্জর
তুমি তো দেখনি জীবনে সর্বনাশ ।

মরুময় আমি স্রোতোধারা হবে তুমি
এখন  এখানে খেলা শুধু ভঙ্গুর
জীবনে আমার ছেয়ে আছে মরুভূমি
চলে গেলে তুমি একা একা বহুদূর ।

ঢাকা পড়বে কী দগ্ধ প্রাণের ক্ষত ?
কিছু কিছু ব্যথা অবুঝ শিশুর মতো ।

************************