সবাই ফিরে আসবে কোন একদিন
শুধু মানুষটি ফিরবে না আর কোনদিন।
এসব দিনের আলো কিংবা এই রাতের জঠর
কোলে তুলে নেবে না তাঁর কম্পিত স্বর।
হেমন্তের কুয়াশায় শীতের সন্ধ্যায়
কখনো সে দেখবে না উঁচু নীচু বৃথা দিন যায়।

চলে গেছে খালি পায়ে
চলে গেছে ঘাসের উপর দিয়ে নদীর কিনারে
কোনদিন ফিরবে না বলে।
হারিয়ে গিয়েছে কবে অমসৃণ পথে ও প্রবাসে
কখনোই ফিরবে না এ মাটির বুকে আর
বেদনাবিধুর তাঁর ঘরণীর মুখ ভালোবেসে।

মানুষটি ফিরবে না আর
অনেকে সয়েছে সে পৃথিবীতে বেদনার তীক্ষ্ণ প্রহার।

                             ******