মানুষজন্মের ইতিহাস জেনে নিতে
এসে দাঁড়িয়েছি জলের কাছে
একা একা সমুদ্রের কাছে নিরালায় ।
এত জল তবু মানুষ জলের সন্ধানে
ঘুরতে ঘুরতে পৃথিবীতে ক্লান্ত হয়ে গেছে ।
আমি আজ মানুষজন্মের ক্নান্তিটুকু
ধুয়ে দিয়ে যাব , পুঁতে দেব সমুদ্রের তটে
জেনে নেব কী অপার বেদনার পাশে
মানুষের জন্ম হয় মৃত্যু হয়
জন্ম থেকে ঘুরে মরে জলের সন্ধানে ।
জল ছাড়া মানুষের পাওয়ার কী আছে আর ?
সেটুকু জেনে ভাসিয়ে দেব আমার
বসন্তের কাকুতি-মিনতি
ধুয়ে দেব ক্লান্তি ক্লেদ গ্লানি ।
দাঁড়িয়েছি একা একা সন্তাপের তাপে
সমুদ্রের কাছে নিরালায়
জেনে নিতে মানুষজন্মের ইতিহাস ।
***************************