পশুপাখি জেনে হাসে
মানুষই বিধাতার নিষ্ঠুর ছলনা
তরুলতা থমকে দেখে
মানুষ সহজে মানুষ হলো না।
ধীশক্তিরহিত তারা
বিস্ফারিত চোখ দুটি দানবের মতো
সঙ্গম ক্লান্তির ভারে চিতাকাঠ নিভে যায়
থেকে যায় হৃদয়ের ক্ষত।
মনুষ্য নামক প্রাণী
ইন্দ্রিয়ের ব্যবহারে হয়ে আছে চুর
মদের নেশার মতো রোদটুকু শুষে নেয়
অশ্রু মোছে বিষণ্ণ দুপুর ।
বজ্রের হুংকার শুনে
মানুষ হয়ে মানুষের পাশেও এল না
ঘরে ঘরে নিষ্প্রদীপ সন্ধ্যা নামে
মানুষই মানুষ হলো না।
****************