মানুষের কিছু ভয় থাকা ভালো।
আগেকার শিক্ষকেরা আমাদের পড়া না করলে
বেত্রাঘাত করতেন,কান ধরে বেঞ্চের উপরে
দাঁড়িয়ে থাকতে বলতেন
ভয় ছিল বলেই ভক্তি এসেছিল অজান্তে।
প্রেমেও ভয় থাকা ভালো
সুন্দর মেয়েটির উজ্জ্বল ঊরুতে
অনায়াসে রেখেছি হাত
দেখেছি শস্যশ্যামল ক্ষেতে নেমেছে রোদ্দুর
কবোষ্ণ মুখর
কিন্তু ঠোঁটে  ঠোঁট রেখে  ঘষতে পারিনি
বুকের কূটজ কুসুম দুটিতে পারিনি রাখতে হাত।

মানুষের কিছু ভয় থাকা ভালো
তাতে যদি মনে নেমে আসে রাত
তাও মেনে নেওয়া যায়।

                ***