আজ আর পাওয়ার কিছু নেই স্তব্ধ অভিমানে
শুধুই হারানোর ঘ্রাণ ফুলের বাগানে ।
আমি তো সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি
তবু কেন মানুষের কান্না শুনি রোজ ?
একে একে পিছনে ফেলে এসেছি গাছ মাটি রোদ
নক্ষত্র আকাশ
বাতাসও হয়ে গেছে ভারি
কে তবু নামিয়ে রাখতে বলে কোষমুক্ত উগ্র তরবারি ?
হয়তো বা কান্না শুনে হেঁটে যেতে হবে একা একা
শান্ত বালকের মতো চোখে জল নিয়ে
বুকের ভিতরে জমে ছিল যে ক্লান্ত আঁধার
অস্ফুট কান্নার বুকে সেটুকুও রাখবো নামিয়ে ।

***************************