মানুষের জন্ম নেই
জন্মই মানুষের কথা বলে।
যারা আসে চলে যায়
ঘৃণা লোভ হিংসার লোলুপ জিহ্বায়
লেগে থাকে কালি
তাদেরই কোটি জন্ম হয়।
কিছুদিন লাভ করে লুট করে
পঙ্গপাল পতঙ্গের মতো শস্যক্ষেত্র তছনছ করে
আঁধারেই হয়ে যায় তাদের বিলয়।
ইতিহাসে বেঁচে থাকে যেসব হৃদয়
তারা আসে নাচে গায়
আনন্দের অর্ঘ্য বুকে রাখি
বলে যেন কাছে আয় আরও কাছে
কাঁধে কাঁধ মিলিয়ে দুটো দিন পৃথিবীতে থাকি।
বেঁচে আছে তারা
বাকি যারা আসে যায় ডুবে তমিস্রায়
ইতিহাস  আঁকেনি তাদের চেহারা।


******************