যে প্রদীপ জ্বলেছিল তমিস্রার বুকে
সেতো নিভে গেছে দমকা হাওয়ায়
তার আঁচ পেতে লালায়িত হয়ে                  
মানুষ আজও বসে আছে
মানুষের গতি কেন বহ্নিমুখ পতঙ্গের মতো ?
সুলোচনা ভিক্ষা না পেয়ে দুদিন পথে
অনাহারে শুয়ে আছে
প্রদীপের আলোতে নয় মাটির সরার উপরে
টপ টপ পড়ে তার দুচোখের জল
কারও দেখার সময় আজ নেই ।
মালতী দেহ বিক্রি করে করে বুড়ি হয়ে গেছে
সারাদিন কিছুই খায়নি
মানুষ  শুধু দেহ ভোগ করেই তৃপ্ত
আজ কেউ দু মুঠো ভাতও দেয়নি ।
আমরা যে বড় বড় খবর রাখি
প্রতিভার অপমৃত্যু বিশ্লেষণ করি
প্রদীপের আলোর দিকে ছুটে যাই
কে আর মাটিতে চোখ রাখি বলো ?
আমার বাড়িতে কাজ করে যে মেয়েটি
সে বলে গেল কিছু না খেতে পেয়ে
মাটিতে সে পড়ে গিয়েছিল
আমি বললাম লক্ষ্মী মা আমার কিছু খেয়ে
আমার হাত ধরে মাটির কাছে নিয়ে চল
প্রদীপের আলোর সন্ধান করে ক্লান্ত হয়ে গেছি
বহুদিন ধুলো মাটি গায়েও মাখিনি ।

************************