শিশুটির কাছে কতকাল নতজানু হয়ে
বসে আছি আমি শিশু হবো বলে ।
এখন নদীর তীরে একাকী বসলে
নদী তার স্রোতে ভেসে যেতে বলে
অন্ধকার আকাশের নিচে নিঃশব্দে দাঁড়ালে
আকাশও আঁধারেই ভেসে যেতে বলে
নারীর কাছে নতজানু হলে
নারীও মায়ার ইঙ্গিতে কালস্রোতে
ভেসে যেতে বলে অনিবার
আমিতো শিশু হতে এসেছি এবার
ভেসে কী সহজে যাবো ?
শিশু হবো বলে ধীরে ধীরে হারিয়েছি সব
তবুত্ত আমার হৃদয়তন্ত্রীতে সুর তোলে
অমলিন স্বর্গীয় শৈশব ।
ওগো শিশু তোমার মতোই আমিও
দুহাত বাড়িয়ে আছি মানুষের চুম্বনের কাছে
ধরা দেব বলে আর কিছু নয়
আজও দেখি আমার ভিতরে কাঁদে
এক উলঙ্গ শিশুর হৃদয় ।
**************************