মানুষ ক্রমেই যেন
সুক্ষ্ম থেকে সুক্ষতর হয়ে
মাটি থেকে পা দুটি সরিয়ে নিয়েছে ।
ফুল আর কেন বৃথা রূপ নিয়ে ফোটে ?
পাখিদের কে শুনবে মুখর কাকলি ?
বারাঙ্গনা মাগো কেন তুমি মূকতর হয়েও
দেহের পশরা সাজিয়ে বসে আছো পথে ?
মানুষ যে জীবনের কাছ থেকে সরে গিয়ে
অকস্মাৎ শুনেছে গম্ভীর মেঘে হারানোর
অশনি হুঙ্কার ভেসে আসে
কে আর বেদনা নিয়ে তোমাদের আজ ভালোবাসে ?
মানুষ ক্রমেই যেন জীবনের পাশ থেকে
মৃত্যুকে করছে আড়াল
আমার তো মাথার উপরে
কবেই ভেঙে পড়ে গেছে ছাত
আজও তাই জীবনকে মাটি থেকে করিনি
তফাত ।
****************************