মানুষ কেটে ফেলার ছিল
তাই অস্ত্রে শান দিয়েছি বহুকাল ধরে
ভেবেছি রোদ পড়ে গেলে যখন ঘরে ফিরবে
তখন আমি শানিত অস্ত্র দিয়ে
মানুষকে কেটে ফেলবো খণ্ড খণ্ড করে
শরীর বড় ঠাণ্ডা হয়ে গেছে
এত শীতেও উত্তাপ মাখিনি
যদিও অস্ত্র হাতে তবু আজও
মানুষ কটিনি ।
কেটে ফেলার ছিল
ঠিক তখনই কে যেন বলে কানে কানে
মানুষের হৃদয় জয় করে
হৃদয়তন্ত্রীতে  করুণ সুর তুলে যা
মানুষের চোখে জল আসুক
যুদ্ধে জয়ী সৈনিকের মতো
তুইও জয়ী হয়ে যাবি ।
শানিত অস্ত্র হাতে ঘুমিয়ে পড়েছি
অভিমানী সূর্যের কোলে
মানুষ কেটে ফেলার ছিল
আজও পারিনি ।

***********************