বৃষ্টির প্রাক্কালে ঝড় উঠতে পারে
এতো বৃষ্টির পূর্বাভাস ।
মানুষের হৃদয়েও ওঠে ঝড়
অবাঞ্ছিত বৃষ্টিও হয়
তবু কী হৃদয়ের আলোড়ন থেমে যায় নাকি ?
কারা যে হারিয়ে যায় ঝড়ের দাপটে
কে হিসেব রাখে তার ?
ভেসে যায় গৃহস্থালি সুন্দর মানুষ
তবু তারা বলে যায় মৃতদেহে
কেন আর ফুল দেবে
ফুল আর কখনোই নয়
ঝড় উঠছে দেখে সব ভুলে গিয়ে
মানুষকে মানুষের মতো আজ দেখার সময়
**************************