মানুষ প্রতিদিন কাঁদছে
একটিবার কান পেতে শোনার চেষ্টা করো।
বেরিয়ে এসো ঘর থেকে
কাঁটাবিছানো পথে হাঁটো
রক্ত ঝরুক, মানুষের কান্না শুনতে পাবে।
তুমি একদিন মৃত্যুর কথা ভেবে
উপোস করে থাকো
নিরন্ন মানুষের গালে চুমু দাও
মানুষ যে না খেয়ে আছে তুমি খাবে কী করে?
যে পথে রাত শুধু সকাল আসেনি
একটিবার সেই পথে হাঁটো
মানুষ বড় অসহায় কাঁদছে
তুমি একটিবার কানপেতে শোনার চেষ্টা করো।
********************