মানুষ যা চেয়েছিল একদিন
অতীতের গোধূলিবেলায়
কিংবা কোন প্রদোষের শান্তির ছায়ায়
সেটাই পেয়েছে নানাভাবে ।
তাহলে কেন আর হা-হুতাশ ?
কেন মিছে শ্মশানের বুকে বসে
আনন্দের স্বপ্নালু আবেশ ?
আমিও চেয়েছিলাম এইটুকু ভাঙ্গা নীড়
জীবনের শোকতাপ জরাজীর্ণ দেহের মন্দির
কিংবা এই দুঃখের পিপাসা
অনন্ত রাত্রির বুকে জীবনের মরীচিকা
এইসব ক্লেদাক্ত নািরাশা ।
এখন বিজন রাত্রি , মানুষের পদশব্দ মিলায় যেখানে
মানুষ যা চেয়েছিল একদিন
তারই প্রতিধ্বনি বার বার শুনেছি এখানে ।
আমিও চেয়েছিলাম হয়তো বা
অশনি সংকেত নিয়ে জীবনের ক্লিন্ন পরিনাম
দেহে মনে ফলেছে তা নানারূপে
দেখি আজ সেইসব চিন্তারও নেইকো বিশ্রাম ।
******************************