জন্ম থেকেই মানুষ একে অপরের কাছ থেকে
বহুদূরে চলে যায়,
যেমন নক্ষত্র চলে যায় নক্ষত্রের কাছে থেকে দূরে
শেষ রশ্মি দিয়ে ঝরে পড়ে।
মানুষের তার চেয়ে কী বেশি অভিমান?
কেন সবাই ধীরে ধীরে দূরে চলে যায়?
মৃত্যুও হয়তো পুঞ্জীভূত অভিমান নিয়ে
কাছে আসে আরও দূরে নিয়ে যাবে বলে।
আমি বসে বসে নিরীক্ষণ করি সে বেদনা
সেই দুর্নিরীক্ষ্য বিমূর্ত অভিমান।
যা কাউকে বোঝানোর নয়
এতো কাছে পেয়েও কেন সবাই দূরে চলে যায়
মানুষ বুঝেছে তবু বোঝেনি হৃদয়।