প্রিয়তমার এক হাজারটা চিঠিতে
শুধু ভালোবাসা আর চুম্বনের কথা পড়লাম
পড়তে পড়তে ভুলে গিয়েছি কখন যে রাত হয় কখন যে দিন।
খোলা চুল নিয়ে পা ছড়িয়ে বসেছে যে মেয়েটি
দামি মোবাইল ফোন হাতে নিয়ে
বিশ্বকে ঘরের কোণে দেখছে সে
অথচ ভুলে গেছে নুন আর ভাতে
কতটা ভালোবাসা জমাট বেঁধে থাকে।
এইসব শহরের মানুষের ভিড়ে
রাস্তার দুপাশের বাড়িগুলির মতো
মেয়েটিও ভেঙ্গে পড়ার জন্য প্রস্তুত।
মানুষ ভুলেছে কিভাবে চিঠির অক্ষরে
কথা বলে প্রেম,ওঠে নাভিশ্বাস।
রাস্তায় পাগলটা এখন বিড়ি টানতে টানতে বলছে
মানূষ ভুলেছে চুমু দিতে, মানুষ ভুলেছে ভালোবাসতে
চিঠিগুলো হারেয়ে যাচ্ছে...... বাতাসে ভেসে বেড়াচ্ছে চিঠি...
****