মা বললেন যাস নে খোকা যাসনে
আগুন ওখানে আগুন
খোকা তো গেলই সেখানে আগে ।
কান্না শুনতে পেয়ে
বুকে বেজে ওঠে মায়ের অজানা ভয়
মা তো জেনেছে
মরণ কখনো শিশুদের মতো নয় ।
পুড়ে হলো ছাই খোকা
মানা করা কাজে
শিশুদের দেওয়া ধোঁকা  ।
ওগো বিধাতা শিশুদের কোন কাজে
মানা করা কী মায়ের কখনো সাজে ?

*********************