দূর প্রান্তরে নেমেছে কালো রাত
চলমান মেঘের মতোই রাতের গভীরে এক ছায়া
ছায়াঘন জ্যোৎস্নার আড়ালে দাঁড়িয়ে একাকী
কে ঐ ছায়া ?
" মা , তুমি কতক্ষণ দাঁড়িয়ে আছো শীতের আঁধারে
তোমার ঠাণ্ডা লাগে না ?
নাকি তুমিই রাত অথবা স্নিগ্ধ জ্যোৎস্নার প্রলেপ
আমাদের মায়াবী শরীরে ?"
কদাচিৎ দু একটি জোনাকির আলোর মতো
রাতের বুক চিরে ভেসে আসে মায়ের স্বগতোক্তি
" আমিই তো রাত
তুই আমার কোলে ঘুমিয়ে পড় বাবা । "
ডুকরে ডুকরে কেঁদে মাকে খুঁজি চারপাশে
মা নেই কোত্থাও নেই
কিংবা ছড়িয়ে আছে নিশ্ছিদ্র রাতের গর্ভে
বিবিক্ত মনের মতন ।
আমার শিয়রে জেগে থাকে
মায়ের স্নেহ ও শাসনের মধুর বচন
"তুই ঘুমিয়ে পড় বাবা , আমিই তো রাত । "
***********************************